Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৩:৪৪ পিএম

দীর্ঘ ৫ বছর পর মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে সভাপতি সাধারণ সম্পাদক পদে ৮০ জন প্রার্থী তাদের বায়োডাটা জমা দিয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি শওকতুজ্জামান শৈকত, আপেল মাহমুদ, দেবাশীষ শিকদার শিদ্ধার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, সহ সম্পাদক মীর সাব্বির।

জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইভান আহমেদ জানান, এ সম্মেলনে প্রার্থীতার আবেদনের জন্যে সভাপতি পদে ১৮ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬২ জন প্রার্থী হয়েছেন। প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত মাগুরা জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের সংশ্লিষ্ট দপ্তর ও এ বিষয়ক দায়িত্ব নিয়ে ঢাকা থেকে আসা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আপেল মাহমুদ ও সহ সম্পাদক মীর সাব্বিরের কাছে জমা দেন। সম্মেলন উপলক্ষে অনেক আগে থেকেই নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ