Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকাশ পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত হলেন ড. জামাল উদ্দিন আহম্মদ এফসিএ

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১১:৫৫ পিএম

বিকাশ পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত হলেন নোয়াখালীর সেনবাগের কৃতি সন্তান ড. জামাল উদ্দিন আহম্মদ এফসিএ বাংলাদেশ অর্থনীতি সমিতির দুই দুই বারের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের দুই মেয়াদের সাবেক সদস্য, জনতা ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান, তিনি চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।

১৪ মার্চ সোমবার বিকাশ লিমিটেড কোঃ উনাকে এ পদে নিয়োগ দিয়েছে । সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে । বিকাশের অন্যান্ন শেয়ার হোল্ডিংয়ের মধ্যে রয়েছে মানি ইন মোশন, আইএফসি, জাপানের সফট ব্যাংক, আলিবাবা গ্রুপ চয়না এবং ব্র্যাক ব্যাংক।

ড.জামাল উদ্দিন আহম্মেদ এফসিএ ব্যাংকিং, পুঁজিবাজার, জ্বালানী-বিদ্যুৎ ও নিরীক্ষাসহ বিভিন্ন খাতের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে । চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ড. জামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক এবং যুক্তরাজ্যের ওয়েলস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ, এসেনশিয়াল ড্রাগস লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য । এছাড়া তিনি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা ওয়াসায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি ক্রেডিট রেটিং কোম্পানি এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান । এই গুনি ব্যক্তিকে সঠিক মূল্যায়ন করায় বিকাশ লিমিটেড কোঃ কে সেনবাগ উপজেলার সর্বসাধারণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ