Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩১ মার্চ প্রকাশিত হচ্ছে আসিফের আত্মজীবনীমূলক বই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

প্রকাশিত হচ্ছে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’। গ্রন্থটি লিখতে প্রায় ৯ মাস লেগেছে। এটি লিখেছেন সোহেল অটল। এটি প্রকাশ করবে সাহস পাবলিকেশন্স। আসিফ আকবর বলেন, আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বই। নানা বিতর্কিত বিষয় এতে সংযুক্ত থাকছে। সোহেল অটল গত প্রায় ৯ মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রায় ২শ’ মানুষের ইন্টারভিউ করেছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি, এই বইয়ের মাধ্যমে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র পাওয়া যাবে। সোহেল অটল বলেন, আসিফ আকবরের জীবন নানা শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তার জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। এদিকে প্রকাশক নাজমুল হুদা রতন বলেন, আসিফ আকবরের জীবন স¤পর্কে সাধারণ মানুষের অদম্য কৌত‚হল রয়েছে। কারণ, খুব একটা স্বাভাবিক জীবন প্রবাহ তার নয়। সে কারণেই সাহস পাবলিকেশন্সও প্রচÐ আগ্রহের সঙ্গে বইটি প্রকাশ করতে এগিয়ে এসেছে। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে এটি প্রকাশের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশন্স। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তীতে ইংরেজি সংস্করণও প্রকাশ হবে। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত বছরের ২৫ মার্চ ৫০ বছর পূর্ণ করেন আসিফ আকবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ