Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো ওয়েব সিরিজে আফসানা মিমি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

অভিনেত্রী আফসানা মিমি প্রথমবারের মতো অভিনয় করছেন ওয়েব সিরিজে। ৬ পর্বের ওয়েব সিরিজটির নাম ‘নিখোঁজ’। এটি পরিচালনা করেছে রিহান রহমান। সিরিজটি আগামী ১৭ মার্চ থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। পরিচালক রিহান রহমান বলেন, আমি একটা ভিন্ন গল্প বলার চেষ্টা করেছি। একটা নতুন ধরনের গল্প দর্শকদের উপহার দিতে চেয়েছি। এই সিরিজে একসঙ্গে এতজন গুণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করে আমার সত্যি অনেক ভালো লেগেছে। আশা করি, আমাদের এই ভিন্ন গল্প বলার চেষ্টাটা দর্শকের ভালো লাগবে। ওয়েব সিরিজটির গল্পে দেখা যাবে, একটি ছিমছাম ছুটির দিনে ফারুক আহমেদ তার পরিবারের সঙ্গে দুপুরে খেতে বসেছেন। ঠিক তখন ঘটে এমন এক ঘটনা যা তাদের জীবন একদম বদলে দেয়। একদল অচেনা লোক পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ধরে নিয়ে যায় ফারুক আহমেদকে। হতবাক হয়ে যায় পুরো পরিবার ও প্রতিবেশীরা। সিরিজটিতে আফসানা মিমি ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, অর্চিতা ¯পর্শিয়া, শ্যামল মাওলা, খায়রুল বাসার, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ানসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ