Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনির হোসেন জীবনের সমাজ সচেতনতামূলক ধারাবাহিক বহ্নিশিখা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

এস এ টিভিতে ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে মনির হোসেন জীবনের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘বহ্নিশিখা’। প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টায় এটি প্রচার হবে। নাটকটি রচনা করেছেন মনির হোসেন জীবন ও ছোয়াইভিয়া আফরিন জেসিকা। পরিচালনা পর্ষদে আছেন ফজলুল হক, জহুরুল ইসলাম। মনির হোসেন জীবন বলেন, ‘বহ্নিশিখা’ একটি বাহিনী যারা নির্যাতিত মানুষের পরম বন্ধু। অপরাধীর চরম শত্রæ। সচেতনতামূলক এই নাটকে দেখা যাবে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা ১১জন নির্যাতিত নারীর (প্রতীকী) প্রতিবাদী কণ্ঠস্বর। তারা নারী একত্রিত হয়ে, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐে জড়িত অপরাধীদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এই বাহীনির ৭ নারীকে দেখা যাবে সাত রঙের ড্রেসে। তারা ৭ রঙের স্কুটি চালিয়ে সমাজের ইভটিজার, কিশোর গ্যাং, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী, যৌতুক, জালটাকা, তৃতীয় লিঙ্গের মানুষ, নারী পাচারকারীসহ বিভিন্ন অপরাধীদের খুঁজে বের করে। বাকিরা থাকবে বহুরূপী সাজে। অপরাধীদের কাছে এই বাহিনী লেডি মাস্তান হিসেবে আখ্যায়িত। ধারাবাহিকটি রোমান্টিক, কমেডি, অ্যাকশানধর্মী ও বিষয়ভিত্তিক সমাজ সচেতনতামূলক। অভিনয় করেছেন শবনম পারভীন, নীলা ইসলাম, সঞ্চিতা দত্ত, সীমানা শীলা, সাবরিনা সুইটি, সিমরান, তামান্না সরকার, আইরিন রিয়া, নকসি তাবাসসুম, কানিজ সুপ্তা, নীহারিকা মৌ, সুবর্না সাঈদ, জিনিয়া জিনি, সাবরিন রুপা, ডোরা মাহি, আকলিমা আঁখি, মিষ্টি হাসান। এবং বিশেষ চরিত্রে আছেন নিথর মাহবুব ও মাযহার সুমন। মনির জানান, নাটকটিতে নির্দিষ্ট কোনো গল্প থাকবে না। একেকটি গল্পের উপর তৈরি হবে নাটকের ৪ থেকে ৬ পর্ব। নতুন নতুন গল্পের মধ্য দিয়ে একেক সময় একেকজন শিল্পীদের আগমন ঘটবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ