Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাস সৃষ্টি করলেন এমিনেম

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ অ্যামেরিকা’র (আরআইএএ) নতুন কিং অফ গোল্ড অ্যান্ড প্লাটিনাম সিঙ্গেলস হয়ে মার্কিন র‌্যাপ গায়ক এবং গীতিকার এমিনেম ইতিহাস সৃষ্টি করেছেন। ডেডলাইন জানিয়েছে, আরআইএএ’র ঘোষণায় সংস্থার ৬৪ বছরের গোল্ড অ্যান্ড প্লাটিনাম কার্যক্রমের ইতিহাসে এমিনেম হলেন শীর্ষতম গায়ক/ব্যান্ড। ৭.৩৫ কোটি নতুন সার্টিফিকেশন পেয়ে তিনি এই রেকর্ড সৃষ্টি করলেন; অস্কারজয়ী গায়কের সার্টিফিকেশন ২২.৭৫ কোটি এর মধ্যে ১৬.৬ কোটি সিঙ্গেলের ক্ষেত্রে এবং অ্যালবামের ক্ষেত্রে ৬.১৫ কোটি। তিনি তিন বার তার অধিক ডায়মন্ড সার্টিফায়েড অ্যালবামেরও অধিকারী; তিনি এই ক্ষেত্রে সাতজন শিল্পীর একজন। ১ কোটির বেশি ইউনিট বিক্রি হলেই এই সনদ পাওয়া যায়। এমিনেম ১৯৯’র ‘দ্য স্লিম শেডি’ অ্যালবাম দিয়ে বিশ্ব পরিচিতি লাভ করেন। তার ক্যারিয়ারের এটি দ্বিতীয় অ্যালবাম, এতেই আছে তার হিট গান ‘মাই নেইম ইজ’। তার পরের বছরের অ্যালবাম ‘দ্য মার্শাল ম্যাথার্স এলপি’ তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। স¤প্রতি এমিনেম ডক্টর ড্রে, স্নুপ ডগ, মেরি জে. বøাইজ এবং কেনন্ড্রিক লামারের সঙ্গে সুপার বোলের হাফটাইম শোতে পারফর্ম করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ