Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সাসুরাল সিমার কা’ সিকুয়েলে জয়া প্রদা

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

‘সাসুরাল সিমার কা ২’ এরই মধ্যে শেষ কয়েক পর্বে দর্শকদের আকর্ষণ করার মত নাটকীয়তা যোগ করে উপস্থাপন করেছে। দর্শকরা দেখেছে গজেন্দ্র (আরাব চৌধরি) দুর্ঘটনায় স্মৃতি হারিয়েছে। অওসভাল পরিবার তাকে যেভাবে হোক সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন টানটান উত্তেজনাপূর্ণ কাহিনীর ধারায় আসন্ন পর্ব গুলোতে অভিনয়ের জন্য বলিউড অভিনেত্রী জয়া প্রদা যোগ দিয়েছেন। সিমারের অনুরোধে জয়ার চরিত্র গজেন্দ্রকে সুস্থ করতে আসবে। জয়ার চরিত্র বিশেষ এক দৃশ্যে কাহিনীতে যুক্ত হবে। সিমার (রাধিকা মুথুকুমার) আর তার পরিবার গজেন্দ্র এবং সন্ধ্যার (শীতল ঠাক্কার) বিবাহবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত নেয়। গজেন্দ্র অভিনেত্রী জয়া প্রদার বড় ভক্ত, তাতে বোঝাই যায় অভিনেত্রী স্বভূমিকায় অভিনয় করবেন। তবে দেখার অপেক্ষা গীতাঞ্জলী দেবী (জয়তি ভাটিয়া) এই পরিকল্পনা সমর্থন করে কীনা তাই দেখাব ব্যাপার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ