Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মতলবে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৯:৪২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ মার্চ)উপজেলার সুজাতপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহকারী কমিশনার ভূমি ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্ল্যাহের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার সুজাতপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করা হয়। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

এসময় সঙ্গীয় পুলিশ ফোর্স নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

সহকারী কমিশনার ভূমি ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্ল্যাহ জানান, সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কেউ মালামাল স্টক করে সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ