Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় কাভার্ডভ্যান চালকের কান্ড!

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৯:৪০ পিএম

বেপরোয়া গতিতে (চট্টমেট্টো- ১১-৮৮৫৮) নম্বরের কাভার্ডভ্যানটি চালিয়ে আসার দৃশ্য দেখে মানুষ প্রথমে বিস্মিত হয়ে যায়। এ সময় দুই-তিনটা সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে সামনে আসার সময় এক সাইকেল আরোহী অবস্থা বেগতিক দেখে রাস্তায় সাইকেল ফেলে চলে যায়, এরই মধ্যে কাভার্ডভ্যানটি চুরমার করে দেয় সেই সাইকেলটিও। আশপাশের লোকজন এগিয়ে গেলে চালক ছুরি আর ইট নিয়ে মানুষের উপর হামলা করতে শুরু করে। পরে ইট-পাটকেল নিক্ষেপ করে কৌশলে স্থানীয়রা কাভার্ডভ্যানটি থামায়।

রবিবার(১৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় আনোয়ারায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের চাতরী চৌমুহনী বাজার চত্বরে এ ঘটনা ঘটে। পরে আনোয়ারা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে কাভার্টভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং কাভার্ডভ্যানটি থানায় নিয়ে যায়।

আনোয়ারা ট্রাফিক পুলিশ রেজাউল করিম বলেন, জানতে পারলাম কাভার্ডভ্যানটি একটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে আসছে।

আনোয়ারা হাসপাতাল সূত্রে জানাযায়, আহত কাভার্ডভ্যান চালককে হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার নাম মহব্বত আলী (৪০) ও পিতার নাম মো. সাহাব উদ্দিন, গ্রাম সুন্দর পুর বলে জানায় সে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, কাভার্ডভ্যানটি কর্ণফুলী উপজেলা ফকিরনির হাট এলাকায় ২ টি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে আসার সময় সিএনজি চালকরা তাকে ধাওয়া করে। আমরা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ