রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দেবিদ্বারে বাসের চাপায় জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের ছাত্র রবিউল ইসলাম ও সজিব মিয়া নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। গত রোববার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কলেজ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ সফিকুর রহমান বাবুল, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, নিহত দুই ছাত্রের সহপাঠি জাকারিয়া রিফাত, রাকিবুল হাসান, ইসহাক হাসান, আশিকুর রহমান খান, আমিনুল ইসলাম, মহিনখান খান, ফাতেমা আক্তার, শান্তা আক্তার ও জুথি প্রমুখ।
বক্তারা বলেন, দুর্ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও এখনো পুলিশ ঘাতক বাস চালককে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে ঘাতক বাস চালকের গ্রেফতার করা না হলে শিক্ষার্থীরা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ১০ মার্চ দুপুরে ক্লাস শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্র রবিউল ইসলাম ও সজিব মিয়া মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।