Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

দুই ব্যবসায়ীকে জরিমানা
জামালপুর জেলা সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সকালে মেলান্দহ বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) সিরাজুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স তপু এন্টারপ্রাইজের গুদামে ৫৬ হাজার লিটার এবং জননী তেল ভান্ডারে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। তারা দু’জন তেল ব্যবসায়ী হলেও তাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল থাকায় তপু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শ্রী তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া আদর্শ গ্রামে তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আয়োজনে গত রোববার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতুর তত্বাবধানে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি ও আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা বিকো প্রমুখ। উঠান বৈঠকে আদর্শ গ্রামের ২৫ জন নারীদের নিয়ে আলোচনায় সামাজিক সমস্যা, আইন সম্পর্কে সচেতনতা, ইভটিজিং, বাল্যবিয়ে, এসিড নিক্ষেপসহ সমাজের উন্নয়নের অন্তরায় ও উত্তরণের বিষয়ে ধারণা দেয়া হয়।


গৃহবধূর ঝুলন্ত লাশ
বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে ইতি বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার ওই গৃহিণীর লাশ পোস্টমর্টেমের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতি বেগম নিশানবাড়ীয়া ইউনিয়নের জিউধারা গ্রামের কাওসার হালদারের স্ত্রী। তাদের কোন সন্তান নেই। পারিবারিক কলহের কারণে ইতি বেগম শনিবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বামী কাওসর হাওলাদার দাবি করেছেন। প্রায় চার বছর পূর্বে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিকাটা গ্রামের আহম্মদ আলী চৌকিদারের মেয়ে ইতির সাথে বিয়ে হয়েছিল তার। এ বিষয়ে ইতির পিতা বলেন, আমার মেয়ের সাথে শনিবার বিকেলেও ফোনে কথা হয়েছে। সে আত্মহত্যা করবে কেন? আমি তার মৃত্যুর কারণ জানতে চাই। মেয়ের লাশ বাবার বাড়ি পটুয়াখালীতে নিয়ে দাফন করা হবে বলেও তিনি জানান।


ভয়াবহ অগ্নিকাÐ
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে
মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের কাশেম হাওলাদারের বাড়িতে গতকাল সোমবার ভোর ৫টার সময় ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। কাশেম হাওলাদারের মেয়ে উর্মি খাতুন (১৫) জানায়, মশার কোয়েল থেকে প্রথমে আগুনের সূত্রপাত পরবর্তীতে গ্যাসের সিলিন্ডারে ধরে যায় মুহূর্তে মধ্যেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। উর্মি আরো জানায়- সে তার মা এবং খালা ঘুমিয়ে ছিলো। ঘরের চারিপাশে আগুনের ধোঁয়া ও আচে তাদের ঘুম ভেঙে যায়। আগুনের ভয়াবহতায় ঘরের মধ্যে থাকা কোন আসবাবপত্র মালামাল, নগদ টাকা কোন কিছুই বের করা সম্ভব হয়নি। ঘরটি চোখের পলকে ধসে পড়ে। তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশী ও নামাজ পড়তে আসা মুসল্লিরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ