Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে ব্যাংক থেকে টাকা চুরির দেড় মাস পর চোর আটক

ফরিদপুর জেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৬:১৭ পিএম

ফরিদপুর বোয়ালমারীতে ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরি করে নেওয়ার দেড় মার পর চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১৪ মার্চ) চোরকে কোর্টে চালান করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।

জানাযায়, রোববার (১৩ মার্চ) ভোর রাতে ওই চোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ওই চোর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট শারমঙ্গল গ্রামের মৃত আমানউদ্দনের ছেলে মাইনদ্দিন (৬৫)। মাইনদ্দিন বর্তমানে বোয়ালমারী থানায় জেল হাজতে রয়েছে।

উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় তার নিজ একাউন্ট থেকে গত (২৩ জানুয়ারী ২২ ) রোববার দুপুরে এক লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করার পর ক্যাশ কাউন্টারের সামনে তাঁর পাশে থাকা একজন অপরিচিত লোক টাকা গুনে দেওয়ার সময় একটি ছেঁড়া ৫০০ টাকার নোট দিয়ে ক্যাশ কাউন্টার থেকে পাল্টিয়ে আনতে বলে। ওই গ্রাহক নোট পরিবর্তন করে এসে দেখে সেই অপরিচিত লোক আর নেই। প্রতারক এক লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে। এ সময় প্রতারক একটি বাটন ফোন ফেলে যায়। এ ঘটনায় ওই দিন ওই গ্রাহক রাশিদা বেগম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর
থানা পুলিশ ব্যাংকে গিয়ে সবকিছু পরিদর্শন করেন। সিসি টিভির ফুটেজ দেখেন। ২৪ জানুয়ারী ৪০৬, ৪২০ ধারায় মামলাটি নথিভুক্ত করেন। মামলা নম্বর ১৪।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরি করে নেওয়ার ঘটনায় চোর মাইনদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে থানা হাজতে আছে। তাকে জিজ্ঞাবাদ শেষে আদালতে প্রেরন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ