Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈদের পরই হবে রাবি ছাত্রলীগের সম্মেলন - আল নাহিয়ান জয়

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৬:০৯ পিএম | আপডেট : ৮:০১ পিএম, ১৪ মার্চ, ২০২২

আগামী রোজার ঈদের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

সোমবার (১৪ মার্চ) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৭টি হলের সমন্বিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।

এসময় জয় বলেন, হলগুলোতে আমরা দক্ষ নেতৃত্ব চাই। যারা মেধাবী, মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বুকে ধারণ করবে তাদেরকেই নেতৃত্বে নিয়ে আসা হবে এবং যাদের বিরুদ্ধে কোনো রকম অনৈতিক বিষয় আছে তাদেরকে বিবেচনা করা হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটিতে জামাত শিবিরের পেতাত্মা ও পাকিস্তানের পা চাটা গোলামদের কোনো ভাবেই সহ্য করা হবে না।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এবং এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, আহসান হাবীব বাপ্পী, শফি আজাদ বান্টি ও প্রদীপ কুমার সাহা পিংকু, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস। সম্মেলনে সভাপতিত্ব করেন রাবি শাহ মখদুম হল ছাত্রলীগের সভাপতি আরিফ বিন জাহির এবং সঞ্চলনা করেন শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বরজাহান আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ