Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি পেয়েছেন যবিপ্রবি ভিসি

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

করোনা অতিমারীর সময় কোভিড-১৯ পরীক্ষা, করোনার নতুন ধরণ শনাক্তসহ করোনার উচ্চতর গবেষণার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক-২০২২ দিয়েছেন বলে জানিয়েছেন বক্তারা। গতকাল রোববার বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত যবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ বলেন, যবিপ্রবি ভিসি শুধু শিক্ষা ও গবেষণায় দক্ষ তা নয়, তিনি আর্থিক বিষয়েও স্বচ্ছতা ও দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে পারেন। এ কারণেই তার গতিশীল নেতৃত্বে যবিপ্রবিতে শিক্ষা ও গবেষণার উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে যবিপ্রবির জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান বলেন, মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি স্বরূপ হয়তো বাংলাদেশ সরকার যবিপ্রবি উপাচার্যকে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক-২০২২ প্রদান করেছেন। এটি শুধু তার নিজের অর্জন নয়, যবিপ্রবি পরিবারের প্রতিটি সদস্যদের অর্জন। এ কারণে আমরা আনন্দিত ও গর্বিত। বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় শিক্ষক সমিতির সদস্যদের ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘সম্মান অর্জন করা সহজ। কিন্তু ধরে রাখা কঠিন। সেই কঠিন দায়িত্ব এখন আপনাদের স্কন্ধে। আশা করি, শিক্ষা ও গবেষণায় আমরা যেভাবে অগ্রগতি অর্জন করেছি, অন্যান্য সকল ক্ষেত্রে এ ধারা অব্যাহত রাখতে হবে। যবিপ্রবিকে বিশে^র বুকে ছড়িয়ে দিতে হবে। আলোচকদের বক্তব্য শুরুর পূর্বে বিশ^বিদ্যালয়ের সকল অধ্যাপকগণ যবিপ্রবি উপাচার্যকে উত্তরীয় পরিয়ে দেন। পরবর্তীতে শিক্ষক সমিতি-২০২২ এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য একুশে পদক-২০২২ প্রাপ্তিতে যবিপ্রবি উপাচার্যকে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় মুহুর্মুহু করতালির মাধ্যমে উপস্থিত সকলেই তাকে শুভেচ্ছা জানান।

শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, যবিপ্রবির জ্যেষ্ঠ অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ