Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীরবেই ঢাকা ছেড়েছেন বলিউড-টলিউড তারকারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ৫:০৮ পিএম

ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে শনিবার (১২ মার্চ) বলিউড-টলিউড তারকাদের মিলনমেলা বসেছিল। বলিউড থেকে এসেছিলেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, নারগিস ফাখরি, কৈলাস খের। টলিউড থেকে নুসরাত জাহান ও তার স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে। সানি ছাড়া অন্য সবাই অনেকটা নিভৃতে এসেছিলেন। অন্যরা নিজ দেশের এয়ারপোর্টে তোলা ছবি প্রকাশ করলেও জানাননি ঢাকা আসার তথ্য।

তবে সানির বিষয়টি ব্যতিক্রম। তিনি ঢাকার মাটিতে পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্থিরচিত্র প্রকাশ করে জানিয়ে দেন তার আসার খবর। শুধু তাই নয়, সুন্দর এই দেশটিতে আসতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন ছবির ক্যাপশনে।

‘গান বাংলা’ টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দম্পতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে শনিবার (১২ মার্চ) বিকেলে ঢাকায় আসেন এই সকল তারকারা। সারারাত বলিউড ও টলিউড তারকারা নেচে-গেয়ে উল্লাস করেছেন বিয়ের অনুষ্ঠানে। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় শিল্পী। সেই অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে রাতভর নাচ-গান শেষে সকালেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলিউড ও টলিউড তারকারা। যাওয়ার সময় বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেছেন তারা। ডাকলে আবারও এখানে আসার কথা দিয়েছেন।

উল্লেখ্য, বলিউড ও টলিডউ থেকে যারা এই আয়োজনে আসেন তারা সবই তাপস-মুন্নির প্রতিষ্ঠান এম রেকর্ডস থেকে প্রকাশিত গানের মিউজিকের সঙ্গে সম্পৃক্ত। তাপসের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন সানি লিওন। এরপর তার মালিকানাধীন টিএম রেকর্ডসের একটি গানচিত্রেও মডেল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। একই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গানে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে। এছাড়া গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্চ’ স্টুডিওতে গান গেয়েছেন কৈলাস খের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ