Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে খেতে ঢাকায় বলিউড-টালিউডের একাধিক তারকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১১:২৫ এএম

বলিউডের আলোচিত আইটেম গার্ল সানি লিওন ঢাকায় এসেছেন। শনিবার (১২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে শুধু সানি লিওন নন, ঢাকায় এসেছেন বলিউড-টালিউডের একাধিক জনপ্রিয় তারকা।

তাদের মধ্যে আছেন বলিউডের নারগিস ফাখরি, কৈলাশ খের, ‘কাঁটা লাগা’ খ্যাত গায়িকা শেফালি। এ ছাড়াও এসেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। তাদের সঙ্গে এসেছেন নায়ক যশ দাশগুপ্ত। এছাড়া সানি লিওনের সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

জানা গেছে, বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই তারা সকলে ঢাকায় এসেছেন। একদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় তারকারা। আজ রোববার (১৩ মার্চ) আবার ভারতে ফিরে যাবেন তারা।

শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সেই বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে বাংলাদেশের শোবিজের একাধিক তারকাকেও দেখা গেছে। ভিডিওতে সানির সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতিক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ