Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় কিশোর ছাত্র ছুরিকাহত, আটক ২

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ৯:৪১ পিএম

নড়াইলের লোহাগড়ায় খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শান্ত (১৫) নামে এক কিশোর ছাত্র প্রতিপক্ষের হাতে ছুরিকাহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে লোহাগড়া পাইলট স্কুলের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আহত শান্ত লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের মনির সরদারের ছেলে এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে পরিবারের সাথে লোহাগড়া পৌর এলাকার কোবাদ মুন্সির বাড়িতে ভাড়া থেকে লোহাগড়া স্কুলে পড়ালেখা করে। পুলিশ এ ঘটনায় লোহাগড়া পৌর এলাকার কুটে গাজীর ছেলে সাব্বির (১৪) ও কেস্ট সিকদারের ছেলে ছুট্টু (১৫) নামে ২ কিশোরকে আটক করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন জানান - ছুরিকাহতের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত সাব্বির ও ছুট্টু নামে দুইজনকে আটক করেছি। তবে এখনও মামলা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ