রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরের খাবার হোটেল ও রেস্টুরেন্টগুলোতে চলছে ধর্মঘট। সন্ত্রাসীরা গত শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়ার সাতক্ষীরা প্লাসের দুই শ্রমিককে মারধরের ঘটনায় হোটেল শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়। নওয়াপাড়া হোটেল কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল শনিবার সকাল থেকে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীরা যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেছে। কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ জানান, গত শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা প্লাসের কর্মচারী ইমদাদুল ইসলাম ও রিপন গাজীকে সন্ত্রাসীরা বেদম মারপিট করে এবং পাশের বিসমিল্লাহ হোটেলে গিয়ে সেই হোটেলের কতিপয় কর্মচারী ও মালিককেও তারা লাঞ্ছিত করে। এর প্রতিবাদে আমরা শনিবার দিনব্যাপী নওয়াপাড়া শহরের সকল হোটেল-রেস্টুরেন্টে কাজ বন্ধ রেখে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন করছি।
এ প্রসঙ্গে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে আবদুস সালাম রাজিব নামের একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।