Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক হত্যার বিচার দাবি

কাঁঠালিয়ায় মানববন্ধন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

ঝালকাঠির কাঁঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন ঘরামীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল শনিবার সকাল ১০টায় রাজাপুর-কাঁঠালিয়ার সড়কের কচুয়া ভূমি অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। জমি নিয়ে বিরোধের জেরে গত ৭ মার্চ স্কুল শিক্ষক সুজন ঘরামিকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
নিহতের পরিবার জানায়, প্রতিবেশী জাকির মৃধা, আলমগীর মৃধা ও শাহ আলম মৃধার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল সুজন ঘরামির পরিবারের। এরই জেরে ৭ মার্চ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষরা সুজনের বাবা মালেক ঘরামি ও ভাই শাহিন ঘরামিকে পিটিয়ে আহত করে। বাবা ও ভাইকে মারধরের খবর পেয়ে স্কুল থেকে সুজন ঘরামি ঘটনাস্থলে যাওয়ার পথে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, মো. মনিরুল ইসলাম রুঙ্গু ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ। বক্তরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ