Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেট লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

মুজিববর্ষ উপলক্ষে গতকাল শনিবার সহিলে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২২ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এ লীগে মোট ১০টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয়ো ভায়না ক্রিকেট একাডেমি ও আছাদুজ্জামান ক্রিকেট একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, বাসুদেব কুন্ডু, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রানা আমীর উসমান, হাজী মকবুল হোসেন, আনিসুর রহমান খোকন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ