Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের তালিকায় স্থান পাবে - মন্ত্রী তাজুল ইসলাম

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ৭:৩৭ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একমাত্র আওয়ামীলীগ সরকারের হাত ধরেই দেশে একটি মোবাইল অপারেটর অনেকগুলো অপারেটর হয়েছে। সরকার প্রান্তিক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। কৃষকের সারের দাম কমানো হয়েছে। শিক্ষা, যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তিসহ নানা খাতে উন্নতি লাভ করেছে বাংলাদেশ। চাহিদার তুলনায় খাদ্য উৎপাদন বেড়েছে। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ একমাত্র বিশ্বের কাছে মডেল দেশে রূপান্তর হয়েছে।

মন্ত্রী তাজুল ইসলাম শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের শতবছর পূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেন। সাবেক সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার।

বক্তব্য রাখেন, প্রফেসর গোলাম মোরতুজা, ডা. মোস্তফা আজাদ কামাল, প্রফেসর জাহাঙ্গীর আলম ভূইয়া, অ্যাডভোকেট আবদুল মজিদ দেওয়ান, অধ্যক্ষ আব্দুল জলিল ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার, ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেলি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তাজুল ইসলাম আরো বলেন, একটা সময় বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে হাত পাততে হতো, সেদিন ফুরিয়ে গেছে, বাংলাদেশ এখন উদ্যোম সাহসে ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণে উন্নয়নের প্রতিটি সুচকে বাংলাদেশ আজ রোল মডেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ