পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশে ৭৫ শতাংশ লোক করোনার টিকা নিয়েছে। ভ্যাকসিনেশন আমরা ২০০ দেশের মধ্য ৮ম স্থানে আছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। জাহিদ মালেক বলেন, আমাদের দেশে মৃত্যর হার অনেক কম। ৩২ হাজার লোক করোনায় মারা গেছেন। ভারতে ৫ লাখ লোক মারা গেছেন। যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশে ১০ লাখ লোক মারা গেছেন। সেই তুলনায় বাংলাদেশ ভালো আছে।
শনিবার (১২ মার্চ) কর্নেল মালেক মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে ইনসেপটা কোম্পানি অয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আমরা যে সফলতা অর্জন করেছি, তার পেছনে ওষুধ কোম্পানিগুলোর ভূমিকা রয়েছে।
এ সময় কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ ডাক্তার ও ইনসেপটা কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।