Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গাছের সাথে এ কেমন শত্রুতা!

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

ভোলার দৌলতখানে একটি সুপারি বাগানের প্রায় পাঁচশ’টি সুপারি গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মো. সাব্বির হোসেন নামে এক যুবকের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। সাব্বির হোসেন সাবেক ভোলা কলেজের জিএস ও দৌলতখান উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি মৃত অজিউল্লাহ মিয়ার ছেলে। সুপারি বাগানের মালিক সাব্বির হোসেন জানান, আজ ভোরে তার বাগানের ৫০০টি সুপারি গাছের চারা একদল দুর্বৃত্তরা কেটে ফেলেন। তিনি জানান, আমাদের পরিবারের কারো সাথে সুপারি বাগানের আশপাশের কোন মানুষের সাথে পূর্ব শত্রæতা নেই। একদল দূর্বৃত্তরা এ কেমন সুপারি গাছের সাথে শত্রæতা আসলেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় তারা ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত করে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দৌলতখান থানার ওসি জানান, এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ