বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুনু বলেছেন, দেশের মানুষকে চিকিৎসা না দিয়ে আকাশের উপরে ফ্লাইওভার করছে। পানির নিচে টানেল পথ নির্মাণ করছে। হাসপাতালে ঔষধ নেই, ডাক্তার নেই, সাধারণ মানুষ ফ্লোরে কাতরাইচ্ছে, বাথরুমে রোগী, বারান্দায় রোগী, হাসপাতালের বাহিরে সন্তান প্রসব করছে। আগে মানুষকে বাঁচান। মানুষের চিকিৎসার ব্যবস্থা করেন। চাকুরির ব্যবস্থা করেন। তার পর উড়াল পথ টানেল পথ করেন। এদিকে দ্রব্য মুল্যের উর্ধগতিতে মানুষ না খেয়ে মরছে। সুখে আছেন আওয়ামীলীগের ভাইয়েরা, ভাল আছেন শুধু এমপি মন্ত্রীরা। ভাল নেই গরিব, মধ্য বিত্তরা। তাদের বুকে আগুন জ্বলছে। সেদিকে সরকারের কোন খেয়াল নেই। উন্নয়ন শুরু আওয়ামীলীগের মুখে। আওয়ামীলীগের ভাইয়েরা মনে করছেন আজীবন ক্ষমতার থাকবেন। না জনগণকে ফাঁকি দিয়ে ক্ষাতায় থাকা যায়না। জনগন সবকিছু বুঝতে পেরেছে। আগামিতে আর কাম হবেনা। আরো একদল আছেন, তারা হলেন বিএনপি। তারা শুধু লন্ডনে চিকিৎসা যাওয়া নিয়ে ব্যাস্ত। জনগনের কি অবস্থা এসবের কোন খবর নেই। বাংলাদেশে এখন প্রায় ৫কোটি মানুষ বেকার। লক্ষ লক্ষ ছেলে মেয়ে কষ্ট করে লেখা পড়া করে ঘরে বসে আছে, চাকুরির কোন খবর নাই। সরকার বা বিএনপির এবস বিষয়ে কোন রুপ রেখা নাই। ১৯৯০ সাল থেকে আজকে পর্যন্ত পাল্টা পাল্টি করে ক্ষমতায় আসছে। দুই দলই ক্ষতায় গিয়ে তাদের নেতাকর্মীরা শুধু লুটপাট করে জনগনের উপর দূর্নীতি করে দু:ষাসন কায়েম করেছে। বাংলাদেশের মানুষ বিএনপি আর আওয়ামীলীগকে চায়না। বাংলাদেশের মানুষ এখন জাতীয় পার্টিকে পছন্দ করে। আগামি নির্বাচনে জাতীয় পার্টি ৩শ আসনেই পার্থী দেব।
শুক্রবার সন্ধা সাড়ে ৮টা সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি পয়েন্টে আয়োজিত এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলালের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ো, আলহাজ¦ সাব্বির আহমদ, সদস্য আনম ওহিদ কনা মিয়া, সিলেট জেলা জাপার সভাপতি আলহাজ¦ কুনু মিয়া, উপজেলা জাপা’র আহবায়ক জয়নাল আবেদীন, জাপা নেতা ফিরোজ আলী ও সাদিক হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।