Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয়করণসহ পাঁচদফা দাবিতে হাইস্কুল প্রধানদের শিক্ষকবন্ধন

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

মাগুরায় শতভাগ উৎসব বোনাস ও চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবিতে শিক্ষকবন্ধন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদ। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের প্রেসক্লাব-এর সামনে শিক্ষকবন্ধনে শিক্ষকবৃন্দ তাদের শতভাগ উৎসব ভাতা ও বাড়িভাড়া চালু করণ, বেসরকারি শিক্ষা ব্যবস্থা ও চাকরি জাতীয়করণ, সরকারি বিদ্যালয়ের মত সকল শিক্ষক কর্মচারির বেতনকোড পরিবর্তনপূর্বক বেতন বৈষম্য দূরিকরণ, সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছর নিঃশর্ত এমপিও ভ‚ক্তিকরণ, বিদ্যালয়ের ম্যানেজিক কমিটির সভাপতিসহ সকল সদস্যের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এ পাঁচটি দাবি তুলে ধরা হয়। এ সময় শিক্ষকবৃন্দ তাদের সাথে ঘটে যাওয়া বৈষম্য বিলোপের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। সংগঠনের আহবায়ক এটিএম আনিসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মিজানুর রহমান, সদর থানা সভাপতি বাবর আলী, মহম্মদপুর উপজেলার সভাপতি মো. রিয়াজুল ইসলাম, ও শ্রীপুর উপজেলার সভাপতি মো. আবুল কালাম আজাদসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার ৭৭টি মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ