রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনায় গ্রিন রোডে একটি ভাড়াবাড়িতে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ গতকাল শুক্রবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী জলিল মৃধার মেয়ে। বরগুনা পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গ্রিন রোড এলাকার ব্যবসায়ী সোহাগ মালিকানাধীন একটি কাঠের তৈরি বাড়িতে ভাড়া থাকতেন ওই শিক্ষার্থী জেরিন (১৮) ও তার মা। কলেজছাত্রীর বাবা প্রবাসী জলিল মৃধার একমাত্র মেয়ে জেরিন। জানা যায়, জেরিন বাসায় একা ছিলেন। সকালে প্রতিবেশীরা এসে বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পায় জেরিনের ঝুলন্ত লাশ। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, আত্মহত্যার সময় জেরিনের মোবাইলটি ফ্রিজের উপরে এমনভাবে রাখা ছিল তা দেখে আমাদের মনে হচ্ছে কাউকে ভিডিও কলে রেখে জেরিন আত্মহত্যা করেন। আমরা বিষয়টি তদন্ত করছি ঠিক কি কারণে জেরিন আত্মহত্যা করেছে, সেটি তদন্ত করলে বের হয়ে আসবে। বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্ত শেষে রিপোর্ট দেখে সত্যতা জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে জেরিন আত্মহত্যা করেছে। তবে কার জন্য আত্মহত্যা করেছে এ বিষয়ে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।