Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জামালপুর জেলা সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে জিহিন খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার ঝিনাই ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে পুলিশের এসআই মিলন মিয়া জানান- মৃত জিহিন খাতুন দীর্ঘদিন ধরে মানুষিক সমস্যায় ভুগছিলেন। গত রাতে পরিবারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ি থেকে চলে আসে সে। ধারনা করা হচ্ছে, রাত থেকে ঝিনাই ব্রিজে অবস্থান করছিলেন তিনি। এমন অবস্থায় সকালে ঢাকাগামী আন্ত:নগর ব্রম্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা করে মৃত্যু হয় তার।

নিহত জিহিন খাতুন মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা উত্তরপাড়া গ্রামের মো. জিন্নাহ মন্ডলের মেয়ে।

 

 


মাদরাসা শিক্ষকের মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুমার নামাজের জন্য পাঞ্জাবি আয়রন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাজী নোমান নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের কাজী আফাজ উদ্দিনের ছেলে কাজী নোমান (২৭) ঢাকায় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। গত বৃহস্পতিবার নোমান মাদরাসা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসে। শুক্রবার জুমার নামাজের জন্য নিজের কক্ষে পাঞ্জাবি আয়রন করতে থাকে। এসময় আয়রনের তারে জড়িয়ে নোমান গুরুতর আহত হয়। এই অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শিক্ষকদের কর্মশালা
তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার তিতাস উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গনিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে বিষয়ভিত্তিক (গনিত) প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে ৬দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করে গতকাল শুক্রবার বিকালে শিক্ষকদের হাতে সনদ তোলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুল আলম মুরাদ। ইউআরসিএর ইন্সট্রাক্টর মো. আইয়ুব মিয়ার সভাপতিত্বে ও বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিক্ষক মো. কবির হোসেন সরকার, কোরআন তেলাওয়াত করেন স্বরসতীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এছাও আরো বক্তব্য রাখেন, বাঘাইরামপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার, ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ প্রমুখ।

 

বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামে সুমাইয়া খাতুন (২৪) গত বৃহস্পতিবার সন্ধ্যায় গরুর ঘরে বৈদ্যুতিক বাল্ব দিতে গিয়ে বিদ্যুৎ সংস্পর্শে আহত হয়। এ সময় আত্মীয় স্বজনরা দ্রæত উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত সুমাইয়া ওই গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ ফিরোজের বাড়িতে চিৎকারে তাঁরা ছুটে যান। গিয়ে দেখেন ফিরোজের স্ত্রী বিদ্যুৎ সংস্পর্শে আহত হয়েছে। আত্মীয় স্বজনের সহযোগীতায় দ্রæত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সুমাইয়াকে বাঁচানো যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ