Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে সুন্দরবনের কুমির উদ্ধার

মন্ত্রীর ফোনে

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ৯:২১ পিএম

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের ফোন পেয়ে লোকালয় থেকে সুন্দরবনের কুমির উদ্ধার করা হয়েছ । শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকা থেকে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, ‘রামপাল উপজেলার ভাগা এলাকার বগুড়ার খালে জেলেদের জালে এদিন বিকালে কুমিরটি ধরা পরে। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদার আমাকে ফোনে বিষয়টি জানান। সন্ধ্যায় আমিসহ বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করি। কুমিরটি লম্বায় ৪ ফুট, বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হবে। এদিন সন্ধ্যায় কুমিরটি সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে অবমুক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ