Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরম্বার ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবীতে রাজঁপথে নামবে সাতকানিয়ার আইনজীবি সমিতি

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ৬:৫৯ পিএম | আপডেট : ৭:০২ পিএম, ১০ মার্চ, ২০২২

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদদীনকে অপসারণের দাবীতে আগামীকাল ১০ই মার্চ(বৃহস্পতিবার)সকাল ১১.৩০টায় মানববন্ধন ও সংবাদ সম্মেলনের কর্মসূচী ঘোষনা করেছেন সাতকানিয়া আইনজীবি সমিতি।

আজ ৯ই মার্চ সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এবং দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার আইন উপদেষ্টা এডিশনাল পি পি এডভোকেট মেজবাহ উদদীন আহমদ চৌধুরী কচির এই তথ্য জানান।

তিনি বলেন লোহাগাড়া চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন সাতকানিয়া চৌকি আদালত অবমাননা এবং সাতকানিয়া আইনজীবী সমিতিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করায় আমরা বিভ্রতকর পরিস্থিতিতে আছি তাই আগামীকাল সকাল ১১.৩০ ঘটিকায় সাতকানিয়া আইনজীবী সমিতির উদ্যোগে চেয়ারম্যানের অপসারনের লক্ষ্য মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করার হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে আমরা চরম্বা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পন্থা অবলম্বন করব।

একজন সামান্য ইউপি চেয়ারম্যান হয়ে সে এ ধরনের বক্তব্য রাখতে পারেননা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ