বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে খেলার সময় বাসা থেকে বেরিয়ে সড়কে আসলে তিন বছরের এক কন্যা শিশুকে তুলে নিয়ে পালিয়েছে বোরখা পড়া এক নারী। এঘটনায় সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেছে চুরি হওয়া শিশুর মা শিলা বেগম। বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল।
এর আগে বুধবার সাভারের থানা রোড থেকে শিশুটিকে তুলে নিয়ে যায় ওই নারী।
নিখোঁজ তিন বছরের শিশু জামেলা বেগম রাজবাড়ী জেলার বাসিন্দা। সে তার মা শিলা বেগমের সাথে থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের পিছনে মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতো।
শিশুটির মা শিলা বেগম বলেন, প্রায় ১০ বছর আগে কাজের খোঁজে রাজবাড়ি থেকে সাভারে আসি। এখানেই স্বামীসহ থাকতাম। হঠাৎ স্বামী আমাকে ফেলে চলে যায়। আমি একটি পোশাক কারখানায় কাজ করি। মেয়েটাকে দেখাশোনা করি ও সংসার চালাই। মেয়েটা ওর নানীর কাছেই থাকতো। বুধবার আমি কাজে গেলে দুপুরের দিকে আমার মেয়ে রাস্তায় বের হয়। এসময় একজন বোরখা পড়া নারী তাকে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই। তবুও বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজির পর না পেয়ে সাভার থানায় অভিযোগ দায়ের করি।
তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান রাসেল বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে এক বোরখা পরিহিত নারী রাস্তায় শিশুটিকে পাওয়ামাত্র তাকে কোলে তুলে নিয়ে চলে যায়। ওই নারীকে সনাক্ত ও শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।