Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহিপুরে ৩ হাজার ২শ লিটার ডিজেলসহ ৫ চোরাকারবারী গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ৫:৪২ পিএম

পটুয়াখালীর মহিপুরে ৩ হাজার ২শ লিটার ডিজেলসহ ৫ চোরা কারবারীকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এসময় দুটি ট্রলার জব্দ করা হয়। বৃহস্পতিবার রাবনাবাদ চ্যানেলের খাপড়াভাঙ্গা নদী থেকে এসব তেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফাতমে আহমেদ মিম(৩৪), খলিল হাওলাদার(৪০), আক্কাস আলী (৪০), রাজীব হাওলাদার (৩৫) ও তাইজুল (৪০)। এদের মধ্যে তিনজনের বাড়ি গলাচিপা ও দুই জনের বাড়ি কলাপাড়ায়। গ্রেফতারকৃত আক্কাস পায়রা বন্দরের স্পীড বোট ড্রাইভার বলে জানা গেছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার মোর্শেদ গনমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে এ চক্রটি পায়রা বন্দরে আগত বিদেশী জাহাজ থেকে চোরাইভাবে তেল ক্রয় করে আসছে। পরবর্তীতে আবার এসব তেল গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের মাঝে বিক্রি করতো। গ্রেফতারকৃতদের নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ