বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার দৌলতখানে একটি সুপারি বাগানের প্রায় পাঁচশতটি সুপারি গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মোঃ সাব্বির হোসেনৃ নামে এক যুবকের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। সাব্বির হোসেন সাবেক ভোলা কলেজের জিএস ও দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মৃত অজিউল্লাহ মিয়ার ছেলে। সুপারি বাগানের মালিক সাব্বির হোসেন জানান, আজ ভোরে তার বাগানের ৫০০টি সুপারি গাছের চারা একদল দুর্বৃত্তরা কেটে ফেলেন। তিনি জানান, আমাদের পরিবারের কারো সাথে সুপারি বাগানের আশ-পাশের কোন মানুষের সাথে পূর্ব শত্রুতা নেই। একদল দূর্বৃত্তরা এ কেমন সুপারি গাছের সাথে শত্রুতা আসলেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় তারা ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত করে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান , এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।