Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্ন মানের খাবার দেওয়ায় চবি ছাত্রী হলের প্রভোস্টের রুমে তালা

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ২:২৬ পিএম

খাবারের নিম্নমান এবং কর্মচারীদের দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রভোস্টের রুমে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা।

বৃহস্পতিবার সকালে প্রভোস্টের রুমে তালা ঝুলিয়ে নিজেদের দাবি গুলো তুলে ধরেন ছাত্রীরা। এসময় তারা হল টিউটরদের নিয়মিত উপস্থিতি, হলের কর্মচারীদের অশোভন আচরণের প্রতিকার, কর্মচারীদের কাজে ফাঁকি দেওয়া প্রতিকার, পানির সংকট নিরসন, দুইদিনের মধ্যে হলের রিপেয়ারিংয়ের কাজ শেষ করা, খাবারের মানোন্নয়ন এবং দামের তালিকা প্রভোস্ট কর্তৃক স্বাক্ষরিত হওয়া সহ আট দফা দাবি জানায়।

সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাভলু জানান, শিক্ষার্থীদের কিছু দাবি ছিল আমরা গিয়ে দাবিগুলো হল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। পরে প্রভোস্টের রুমের তালাও খুলে দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ