Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ৯:২৬ পিএম

পূর্ব ঘটনার জেরে চবির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা ৮ টায় শাখা ছাত্রলীগের বগিস ভিত্তিক গ্রুপ বিজয় এবং সিএফসি সংঘর্ষ জড়ায়।

জানা যায়, বিজয় গ্রুপের এক কর্মীকে সিএফসি গ্রুপের কর্মীরা শহীদ আব্দুর রব হলের ঝুপড়িতে মারধর করে। এই ঘটনার সূত্র ধরে সোহরাওয়ার্দী হল থেকে বিজয় গ্রুপের কর্মীরা এবং শাহ আমানত হল থেকে সিএফসি গ্রুপের কর্মীরা ইট-পাটকেল ছোড়াছুড়ি করে। এসময় আমানত হলের পেছনে ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।

চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিজয় গ্রুপের ঐ কর্মী রব হলের ঝুপড়িতে চাঁদাবাজি করতে আসলে জুনিয়ররা তাকে প্রতিহত করে।

তবে এই মন্তব্য মিথ্যা বলে দাবি করেন বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি বলেন, আমাদের সাবেক নেতাকর্মী রব হলে ঝুপড়িতে নাস্তা আনতে গেলে সিএফসির নেতাকর্মীরা তাকে অকারণেই মারধর করে।

উল্লেখ্য, সংঘর্ষ জড়িত উভয় গ্রুপই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ