Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় জেলেকে ফেরত দিলো মিয়ানমার

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১২:০১ এএম

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভেসে যাওয়া মিয়ানমারে আটক ৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার। ফেরত আনা জেলেরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার আবদু ছোবহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার হোছন আলীর ছেলে মো. তৈয়ুব, আবু তালেবের ছেলে মো মামুন, করাচিপাড়ার মো. ছফরের ছেলে আব্দুর রশিদ।

বিজিবি জানায়- গত ২১ ফেব্রুয়ারি মাঝিমাল্লাসহ ৬ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সমুদ্র উপকূলে প্রবেশ করলে মিয়ানমারের বিজিপি তাদেরকে আটক করে। খবর পেয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন মিয়ারমার বিজিপির সঙ্গে যোগাযোগের মাধ্যমে দীর্ঘ ৩৭ দিন পর তাদেরকে ফেরত আনা হয়।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ফেরত আনা জেলেরা মাছ শিকারে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে সে দেশের বিজিপি আটক করে। বঙ্গোপসাগরে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় অতিক্রম করে মিয়ারমারে ঢুকে পড়ে। পরে মিয়ানমারের বিজিপির সাথে যোগাযোগের মাধ্যমে মিয়ানমার থেকে আসা ট্রলারে করে তাদেরকে ফেরত আনতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ