প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশীয় ট্রাব অ্যাওয়ার্ড এবং বাবিসাস অ্যাওয়ার্ড প্রাপ্তির পর এবার আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হলেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। ‘নেক্সজেন ইন্টান্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’- মুম্বাই এবং ‘প্যারাডক্স ইন্টান্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল’-পুনে থেকে ‘মধ্যরাতের সেবা’ এবং ‘আমার বাবা’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে ফাইনালিস্টের পুরস্কার অর্জন করেন তিনি।
এ প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, ‘আনুষ্ঠানিকভাবে মেইল পাওয়ার পর বেশ অবাক হয়েছি। কারণ পৃথিবীর নানা দেশের প্রখ্যাত সব অভিনেতার ভিড়ে পুরস্কার পাব তা ছিল চিন্তারও বাইরে। এ পুরস্কার আমি আমার প্রিয় দর্শকদের উৎসর্গ করতে চাই; কারণ তাদের ভালোবাসার কারণেই আমি আজকের রাশেদ সীমান্ত।’
জানা গেছে, ‘প্যারাডক্স ইন্টান্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল’-এ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি ফিকশন জমা পড়ে। রাশেদ সীমান্ত ছাড়াও বাংলাদেশ থেকে সম্মানিত হন অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী জাকিয়া বারি মম ও নুসরাত ইমরোজ তিশা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।