প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের জন্য যুদ্ধ করে জীবন দিলেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেতা এবং টিভি উপস্থাপক পাশা লি। রুশ বাহিনীর বোমাবর্ষণে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৩৩। দেশ রক্ষায় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর হয়ে যুদ্ধে নেমেছিলেন তিনি। যুদ্ধ শুরুর ১২তম দিনে গত রবিবার (৬ মার্চ) ইউক্রেনের ইরপিন শহরে এ ঘটনা ঘটে। শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
মৃত্যুর আগে দেওয়া সর্বশেষ পোস্টে পাশা লিখেছেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রথম বসার সময় মিলল, কিভাবে বোমাবর্ষণ হয়েছে সে ছবি তুললাম। তার পরও আমরা হাসছি। ’
ইউক্রেনের সংবাদমাধ্যমগুলো অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, রাশিয়ার আক্রমণের প্রথম দিন থেকে যুদ্ধে যান লি।
ইউেক্রনের দ্য ওডেসা ফিল্ম ফেস্টিভ্যাল কতৃপক্ষ তাদের ফেসবুক একাউেন্ট এক স্ট্যাটাসে জানিয়েছে, পাশা লি ইউক্রেনের একজন অভিনেতা। তিনি দেশের জন্য সম্মুখযুদ্ধে অংশ নিয়েছন। দেশের জন্য নিজের দায়িত্ব পালনকালে তিনি মারা গেছেন।
পাশার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, লি ভালো গান গাইতেন, মিউজিক কম্পোজ করতেন। বেশ কিছু বিজ্ঞপনেরও মডেল ছিলেন তিনি। তবে ক্রিমিয়ায় জন্ম নেওয়া লি স্থানীয় অভিনেতা ও উপস্থাপক হিসেবেই বেশি পরিচিত ছিলেন। দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান ‘লায়ন কিং’ ও ‘দ্য হবিট’-এ ডাবিং শিল্পী হিসেবে কাজ করার পর। এ ছাড়া ‘মিটিং অব ক্লাসমেটস’, ‘দ্য ফাইট রুলস’, ‘সেলফি পার্টি’ ইত্যাদি ছবিতে অভিনয় করেন লি।
সূত্র : ফক্স নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।