Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় ছোট বোনকে জবাই করে হত্যার পরে পুলিশের কাছে ধরা দিয়েছে বড় ভাই

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১১:১৭ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের অনৈতিক সম্পর্কের জের ধরে পারিবারিক কলহে ছোট বোনকে জবাই করে হত্যার পারে পুলিশের কাছে ধরা দিয়েছে পাষন্ড বড় ভাই সিফাতুল্লাহ। আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানায় এসে সিফাতুল্লাহ ধরা দেন পরে তাকে গ্রেফতার দেখিয়ে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান গণমাধ্যম কর্মিদের নিশ্চিত করেছেন। সিফাতুল্লাহ সর্শীনা মাদ্রাসার ছাত্র ছিলো।

এর আগে বেলা ১২ টার দিকে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছোট দিঘলীয়া গ্রামে মায়ের অনৈতিক সম্পর্কের জের ধরে পারিবারিক ভাবে ভাই বোনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় ছোটবোন হালিমা খাতুন (১৩) কে নীজ ঘরের মধ্যে জবাই করে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় বড় ভাই সিফাতুল্লাহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত হালিমা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে সন্ধ্যায় সিফাতুল্লাহ পুলিশের কাছে ধরা দেয় নিহত হালিমা খাতুন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ও ছোট দিঘলিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান হত্যাকান্ডের প্রকৃত ঘটনা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ