Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণ মামলা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

গ্রেফতারকৃত ৫ জনকে ২ দিনের রিমান্ড
ঢাকার ধামরাইয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে গ্রেফতারকৃত ৫ জনকেই ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত সোমবার ধর্ষণ মামলায় গ্রেফতার ৫ জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছিলেন ধামরাই থানা পুলিশ। পরে গ্রেফতারকৃত ৫ জনকেই ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। গ্রেফতারকৃত আসামিরা হলো, শহীদ (৪২), মনিরুল ইসলাম মনির (৪০), রাজ্জাক (৫৪), সোহরাব (৩৭), ও বিকাশ (৪০)। এরা সবাই উপজেলার সোমভাগ ইউনিয়নের চরডাউটিয়া এলাকার বাসিন্দা। এর আগে গত ৬ মার্চ শহীদ (৪২) ও মনিরুল ইসলাম মনির (৪০) নামের এ ব্যক্তিরা ধর্ষণের শিকার ওই ভুক্তভোগীক নিয়ে ধামরাই থানায় মামলা করতে এসে আটক হন তারা।
পরে আটক দুইজনসহ মোট ৬জন কে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে শহীদ ও মনিরুলের সহযোগিতায় আরো তিনজনকে গ্রেফতার করে পরের দিন ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, গত ৬ মার্চ শহীদ ও মনিরুল ওই ভুক্তভোগীকে নিয়ে থানায় এসে ধামরাইয়ের চরডাউটিয়া এলাকার একরাম হোসেন ও তার ছেলে শাহীন, গোলাপ, আজগর আলী ও আহম্মদ আলীর বিরুদ্ধে ওই ভুক্তভোগী নারীকে দিয়ে ধর্ষণের অভিযোগ এনে তাদের নামে মামলা নিতে বলে।
পরে শহীদ ও মনিরুলের কথাবার্তা থানা পুলিশের সন্দেহ মনে হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা স্বীকার করেন যে অভিযুক্তরা ধর্ষণ করেনি। অন্য লোকেরা ধর্ষণ করেছে। যাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে এসেছিলো তাদের সাথে শহীদ ও মনিরুলের জমি নিয়ে পূর্ব শত্রæতা রয়েছে। সেই শত্রæতার জেরেই ওই ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে অন্য লোকদের দিয়ে ধর্ষণ করায় এবং একরাম হোসেন ও তার ছেলে শাহীন, গোলাপ, আজগর আলী ও আহম্মদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে থানায় আসে। এ বিষয়ে ধামরাই থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, এই মামলার ৫জন আসামি কে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিলো। পরে আদালত তাদের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ