বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির কাঁঠালিয়ার তারাবুনিয়ায় গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে গুরতর আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে ছেলে স্কুল শিক্ষক মো. সুজন ঘরামীর (৩২) মৃত্যু হয়। অন্যরা চিকিৎসাধীন রয়েছে। উপজেলার পাটিখালঘটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের প্রতিবেশী গফুর মৃধার ছেলে জাকির মৃধার সাথে আবদুল মালেক ঘরামীর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিলো। নিহত সুজনের ছোট ভাই মিরাজ জানান, গত সোমবার সকালে পূর্ব শত্রæতার জের ধরে জাকির মৃধা, আলমগীর মৃধা ও শাহ আলম মৃধাসহ তাদের দলবল মো. মালেক ঘরামীর ওপর হামলা চালায়। হামলার খবর পেয়ে বাবাকে বাঁচাতে স্কুল শিক্ষক ছেলে সুজন ঘরামী ও শাহিন ঘরামী এগিয়ে আসেন। হামলাকারীদের এলোপাথারী আক্রমনে সুজন, শাহীন ও পিতা আব্দুল মালেক ঘরামী আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আমুয়া হাসপাতালে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একই দিনে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করেন। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সুজন ঘরামীর মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।