Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে জাসদের বিক্ষোভ মিছিল

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ৭:১৭ পিএম

সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন দলটির রাজশাহী মহানগরের নেতাকর্মীরা। সমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সিন্ডিকেট ভেঙ্গে দিতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ ছাড়া রাজশাহী ওয়াসার পানির তিনগুণ মূল্য বৃদ্ধিরও তীব্র সমালোচনা করা হয়। বক্তারা অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী। সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, শাহরিয়ার রহমান সন্দেশ, আশরাফুল ওমর দুলাল, শামসুজ্জামান শামসু, যুগ্ম সম্পাদক সাইফুল করিম কাজল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ