Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে সড়ক থেকে জীপ ৩০০ফুট নীচে নদীতে, চালক নিহত

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ৫:৩৫ পিএম

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় এক জীপ চালক নিহত হয়েছে। নিহতের নাম সিংওমং মারমা (৩৫)। তিনি জামছড়ি ইউনিয়নের লাপ্পাই মুখ পাড়ার চিমংপ্রু মারমার ছেলে। বান্দরবানের কুহালংয়ের ভাঙ্গামুড়ার সোনাইঝি‌রি এলাকায় ৩০০ ফুট ওপরের পাহাড়ি রাস্তা থেকে এক‌টি পণ্যবাহী পিকআপ সাঙ্গু নদীতে গিয়ে পড়লে এতে ঐ জীপ চালক নিহত হয়।এসময় গাড়ীতে থাকা ৩যাত্রী লাফ দিয়ে বেঁচে গেলে ও ঘটনাস্থলে চালক মারা যায়।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১টার দি‌কে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়ার সোনাইঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, দুপু‌রে ওই পণ্যবাহী পিকআপটি সিমের বীজ নিয়ে ভাঙ্গামুড়া এলাকায় পৌঁছে। এ সময় পাহাড়ের ঢালু পথে বালুর মধ্যে চাকা আট‌কে পেছনের দি‌কে চলে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে প্রবহমান সাঙ্গু নদী‌তে পড়ে। ঘটনাস্থলেই চালক নিহত হন। এ সময় পণ্যবাহী গাড়িটিও দুম‌ড়েমুচড়ে যায়।

বান্দরবান সদর থানার ওসি ‌মো. রফিকুল ইসলাম জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালক সিংনু মং মারমার নিহত হয়েছেন। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ও স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।

ছবিঃ বান্দরবানে সড়ক থেকে জীপ ৩০০ফুট নীচে নদীতে। চালক নিহত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ