Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সেনাপ্রধান কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১:৩০ পিএম

কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আজ (৮ মার্চ) যশোর সেনানিবাসের সিগনাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের দশম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন তিনি।

অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমণ্ডিত কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান পৌঁছানোর পর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

স্বাগত বক্তব্যে সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে কোর অব সিগন্যালসের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ