Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতারকের বিচার দাবি

চিতলমারীতে মানববন্ধন

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

বাগেরহাটের চিতলমারীতে টিটব বিশ্বাস নামে প্রতারকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে চিতলমারী উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ভুক্তভোগী অসহায় পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী পরিবারের সদস্য দোলা মণ্ডল কান্নাজড়িত কন্ঠে জানান, উপজেলার হাড়িয়ার ঘোপ গ্রামের বাসিন্দা তিনি। তার একমাত্র ছোটভাই অশেক মণ্ডলের সাথে উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত নিতাই বিশ্বাসের ছেলে টিটব বিশ্বাসের কয়েক বছর আগে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে অশোক মণ্ডলের সম্পত্তির কাগজপত্র ঠিক করে দেয়ার কথা বলে টিটব বিশ্বাস প্রায় ৫ একর সম্পত্তি নিজের নামে আমমোক্তার নামা (পাওয়ার অব এ্যাটার্নি) করে নেন। পরবর্তীতে ওই সম্পত্তি অশোক মণ্ডলেকে ফেরত দেয়ার কথা থাকলেও টিটব বিশ্বাস প্রতারনার মাধ্যমে সম্পত্তির কিছু অংশ বিক্রি করে দিয়েছেন। বাকি সম্পত্তিও বিক্রির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে তাদের পরিবার সর্বস্ব হারিয়ে পথে বসেছে। এখন তাদের বেঁচে থাকার মত কোন অবলম্বন নেই। প্রতারক টিটব বিশ্বাসের কবল থেকে তাদের বেহাত হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের জন্য তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।
দোলা মণ্ডলের বৃদ্ধা মা অনিতা মণ্ডল জানান, সরল বিশ্বাসে জমির সব কাগজপত্র তুলে দিয়েছি সাংবাদিক নামধারী টিটব বিশ্বাসের হাতে। সে নিজেকে বড় সাংবাদিক পরিচয় দিয়ে বলেছে তোমাদের বেহাত হয়ে যাওয়া সব সম্পত্তি উদ্ধার করে দেব। তার কথায় রাজি হয়ে আমার একমাত্র ছেলে অশোকের সব সম্পত্তি টিটব বিশ্বাসের নামে পাওয়ার অব এ্যাটার্নি করে দেই। এখন সে রূপ বদলে উক্ত সম্পত্তি আমাদের ফেরত না দিয়ে ইতোমধ্যে ৩০ লাখ টাকার সম্পত্তি বিক্রি করে সব টাকা সে নিয়ে গেছে। আমাদের এখন কান্নাই একমাত্র সম্বল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা জানান, অশোক মণ্ডলের জায়গার বিষয়ে তাকে অবহিত করা হলে তিনি ওসিকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ