বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ির রামগড়ে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকালে রামগড় তথ্য অফিসের আয়োজনে উপজেলার তালমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত'র সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ এবং প্রচার ও সমন্বয়) মোঃ তৈয়ব আলী এবং গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ কার্যক্রমের প্রকল্প পরিচালক ওমর ফারুক দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ, ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী, তালমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রীনা ত্রিপুরা সহ প্রমুখ।
সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্যেমে অনুষ্ঠিত সমাবেশে বক্তাগন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ (আমার বাড়ী আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা) সহ ২০০৯ সাল থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।
এসময় তৃণমূল পর্যায়ের দেড় শতাধিক মহিলা অংশ গ্রহন করেন এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।