বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈযদপুরে স্ত্রীকে ঘুমিয়ে রেখে স্বামি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল (৭মার্চ) সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম নাজমুল হাসান (২৫)। সে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর চৌধুরীপাড়ার আব্দুর রশিদের ছেলে। সে সৈয়দপুর ইকু পেপার মিলের কর্মচারী। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা প্রাথমিকঅবস্থায় জানা যায়নি।
জানা যায়, গতকাল (৮মার্চ) রবিবার দিবাগত রাতে তারা স্বামী স্ত্রী রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে স্ত্রীর অগচরে সে নিজ ঘড়ে গলায় ওড়না পেঁচিয়ে ছাদে ঝুলে আত্মহত্যা করেন। সকালে তার স্ত্রী ঘুম থেকে জেগে ওই অবস্থা দেখে তার আত্মচিৎকারে বাড়ির অন্যান্য লোকেরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেয়া হলে লাশ উদ্দার করে থানায় নিয়ে আসে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী ঘটনার সত্যতা স্বিকার করে বলেন তার বিয়ের মাত্র ৩ মাস হয়েছে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।