Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তথ্যমন্ত্রী মানুষের দারিদ্রতা নিয়ে উপহাস করছেন: রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ২:২৫ পিএম

তথ্যমন্ত্রী মানুষের দারিদ্রতা নিয়ে আর সিইসি জনগণের ভোট নিয়ে উপহাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী


বিরোধীদলকে মাঠ ধরে রাখতে হবে প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,'ইয়াকুবের বেটা বেকুব এই সিইসি।বিরোধী দল মাঠ ধরে থাকবে কি?মাঠ তো সমান থাকবে,স্বচ্ছ থাকবে,সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং তার নির্বাচন কমিশনের।কিন্তু এই লুটেরা,ডাকাত সরকারের আমলে কি মাঠ সমান থাকবে?সেটা কি আপনি জানেন না?তথ্যমন্ত্রী মানুষের দারিদ্রতা নিয়ে আর সিইসি জনগনের ভোট নিয়ে উপহাস করছেন।সিইসি বিরোধীদলকে উস্কানি দিচ্ছেন যে তোমরাও সন্ত্রাস করো।

সোমবার(৭ মার্চ)ঢাকা রিপোটার্স ইউনিটেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আলোচনা সভাটির আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

এখন কাব্যের মধ্যে আছে কুঁড়ে ঘরের কথা গতকাল দেয়া তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন,'এটা তো আপনি বলবেন কারন আপনি তো বিনাভোটের মন্ত্রী।আপনি তো গ্রামে যান না,আপনি তো হাটবাজারে যান না,আপনি তো রেললাইনের ধারে যান না,আপনি প্লেনে,প্লেনে উড়ে বেড়ান,দামি গাড়িতে করে বাড়ি যান,কড়াইল বস্তিতে তারা বানু কিভাবে জীবন যাপন করছে সেটি আপনার চোখে পড়ে না তথ্যমন্ত্রী?আপনি(তথ্যমন্ত্রী)মানুষের দারিদ্রতা নিয়ে উপহাস করছেন।

সরকারের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন,আপনি ফ্লাইওভার দেখান আপনি উড়াল সেতু দেখান দেখান,আপনি মেট্রোরেল দেখান,এটাতেও অতিতেও স্বৈরশাসকরা দেখিয়েছেন।এটা মিশরও দেখিয়েছে।তারপর কি দেখলাম নিরন্ন মানুষ যাদের জন্য হাসপাতাল নাই,স্কুল নাই।এইভাবে লুটপাটের রাজত্ব হয় স্বৈরশাসকদের আমলে।যেটার আমরা টোটাল প্রতিফলন দেখতে পাচ্ছি শেখ হাসিনার আমলে।

১/১১ এর প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন,জুন মাসে শেখ হাসিনা গ্রেফতার হলেন আমি ম্যাডাম(খালেদা জিয়া)কে টেলিফোন করলাম ম্যাডাম আমি কি স্টেটমেন্ট দিবো তিনি বললেন দিতে পারো অবশ্যই দাও তার পরে আমি দিলাম পরে দেখি গয়েশ্বর চন্দ্র রায়,হান্নান শাহ তারাও স্টেটমেন্ট দিলেন।অথচ আওয়ামী লীগের লোকেরাও তখন স্টেটমেন্ট দেয়নি শেখ হাসিনার মুক্তির জন্য।আর শেখ হাসিনা তার প্রতিদান দিয়েছেন দেশের একজন অবিসংবাদিত নেত্রীকে মিথ্যা মামলায় কারাবন্দি করে।আজও তিনি মুক্ত নন।এখন তিনি নানাভাবে খালেদা খালেদা জিয়াকে নির্যাতন করছেন।এটাই হচ্ছে পার্থক্য।

বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,চেয়ারপারসনের বিশেষ সহ-কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন,নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দীন স্বপন,স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার,সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান,ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ