Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছবি ছাড়া এনআইডি চেয়ে রিট এক পর্দানশীন নারীর

হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০০ এএম

বায়োমেট্টিক ফিচার ব্যবহার করে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এক নারীর করা রিট পিটিশনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাছুমা জামায়েল। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
রিটটি ফাইল করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। রিট পিটিশনে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেয়া হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেন সুমাইয়া আহমাদ মুনা। সেখানে বলা হয়, তিনি প্রাপ্তবয়ষ্কা। পর্দানশীন মুসলিম নারী। তিনি নিয়মিত ইসলামী শরীয়তের হুকুম আহকাম প্রতিপালন করেন। এ কারণে ছবি তোলা থেকে বিরত থাকেন। যার ফলে তার পরিচয়পত্র নেই। কিন্তু পরিচয়পত্র না থাকায় নানাবিধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মুনা। তাই ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় পদক্ষেপ চান। কিন্তু নির্বাচন কমিশনে আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।

অ্যাডভোকেট মাছুমা জামায়েল জানান, এ বিষয়ে আদালত রুল জারি করেছেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয়পত্র তথা বায়োমেট্টিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে নাÑ জানতে চেয়েছেন হাইকোর্ট।

সরকারপক্ষীয় আইনজীবী বিপুল বাগমার জানান, এ আবেদনটি সংবিধান পরিপন্থি। হজ করতে গেলে ছবি তুলতে হয়। অ্যাকাউন্ট করতে গেলেও ছবি লাগবে। ছবি না দিলে ওনার টাকা যদি অন্য কেউ নিয়ে যায়, তার কী হবে? আর বায়োমেট্টিক করতে হলে চোখের আইরিশ লাগবে। তখন তো পর্দা রক্ষা হবে না।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, ধর্ম সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, নির্বাচন কমিশন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।



 

Show all comments
  • আব্দুল্লাহিল মারুফ ৭ মার্চ, ২০২২, ৪:৫৮ এএম says : 0
    অভাক লাগে তখনি যখন কোন তথাকথিত শিক্ষিতরা বোকার মতো কথা বলে। আইনজীবী বিপুল বাগমার কথা বায়োমেট্টিক করতে হলে চোখের আইরিশ লাগবে। তখন তো পর্দা রক্ষা হবে না। আইরিশ কি সবাই দেখবে? এটা কি কার্ডের মধ্যে ছবির মতো এটাষ্ট থাকবে? আর আইরিশ যখন নিবেন তখনতো মহিলা থেকে মহিলাই নিবে। তাহলে কি করে পর্দা নষ্ট হবে?
    Total Reply(0) Reply
  • jack ali ৭ মার্চ, ২০২২, ১২:২৬ পিএম says : 0
    ইউকে তো এনআইডি কার্ড নাই বাংলাদেশ এনআইডি কার্ড আছে কত শত কোটি অন্যায় হচ্ছে এনআইডি কার্ড দিয়ে তাদেরকে ধরা হয় না ইউনিভার্সিটির কথাই ধরা হোক না কেন যারা আওয়ামী লীগের ছেলেপিলে মানুষের পরে কিভাবে অত্যাচার করছে তাদের তো কখনো এনআইডি কার্ড দিয়ে ধরা হয় না গেস্টরুমে নিয়ে যে তাদেরকে টর্চার করা হয় আওমীলীগ না করার জন্য এটা কি আমি লীগের বাপের দেশ নাকি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্টের রুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ