Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ ৩ দিন পর মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০২ এএম

পটুয়াখালীর লোহালিয়া নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদরাসা শিক্ষার্থী ইজাজুলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বলইকাঠি গ্রামের বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পটুয়াখালীর লোহালিয়া নদীতে নিখোঁজ হয় মাদরাসা শিক্ষার্থী ইজাজুল। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সদর আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রাম সংলগ্ন নদীর মাঝ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। মৃত ইজাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কল্লা গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে।

ইজাজুলের বন্ধু মো. ইব্রাহিম খলিল জানান, গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বলইকাঠি গ্রামের বন্ধুর বাড়িতে বেড়াতে আসে ইজাজুল, ইব্রাহিম খলিল ও মাসুদ খান। তারা তিনজনই ঢাকার দক্ষিনখান হলান ইসলামিয়া মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। দুপুরে ওই তিন বন্ধুসহ ওই এলাকার ৭ থেকে ৮ জন একসঙ্গে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে সাতরে ওপারে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্রোতেন ভেসে যায় ইজাজুল। নিখোঁজের পরপরই লোহালিয়া নদীতে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ড ইজাজুলকে উদ্ধারে অভিযান চালায়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, গতকাল নিখোঁজ স্থলের কাছাকাছি এলাকায় নদী থেকে নিখোঁজ ইজাজুলের লাশ ভেসে ওঠে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে পাঠানোর হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ