বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের নগরকান্দায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে নগরকান্দা উপজেলা প্রশাসন উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। রবিবার (৬ মার্চ) অভিযানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য, ভোজ্যতেল অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায়। ৯ মুদি দোকানদারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান টিটু, উপজেলা ক্যাবের সভাপতি লিয়াকত হোসেনসহ নগরকান্দা থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর থেকে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও বেশি দামে বিক্রি করছে এই সংবাদে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।